বরিশাল: মহাসড়কের পাশে যত্রতত্রভাবে গাছ রাখা ও লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব ও এসআই নাসির হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমএস/এসআইএ