ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার, ব্যবসায়ীকে  জরিমানা

বাগেরহাট: অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার ও বিভিন্ন দামি ব্রান্ডের কসমেটিকসের মোড়ক সংরক্ষণের অপরাধে বাগেরহাটে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মেসার্স জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুল জলিল হাওলাদারকে এই  জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। এ সময় বেশকিছু সিল ও মোড়ক পুড়িয়ে ফেলা হয়।  

সহকারী পরিচালক বলেন, বিএসটিআই ও বিভিন্ন ব্রান্ডের সিল তৈরি করে নকল প্রসাধনীর প্যাকেটে লাগিয়ে বাজারজাত করতেন জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রসাধনী নকল কিনা তা পরীক্ষার জন্য কিছু প্রসাধনীর নমুনা সংগ্রহ করা হয়েছে। যা ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্টে নকলের প্রমান পেলে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।

জারা এন্টারপ্রাইজের বাজারজাত করা পণ্যের মধ্যে রয়েছে, ফগ বডি স্প্রে, সাইবা বিউটি ক্রিম, রেইন এক্সরে, স্পানিশ অলিভ অয়েল, আমলকি হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী রয়েছে।

বাংলাদেশ  সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।