ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কারাগারে থাকা বিএনপির চার নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
কারাগারে থাকা বিএনপির চার নেতার জামিন

বরিশাল: পুলিশের করা নাশকতা মামলায় কারান্তরীণ বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা জামিন দিয়েছেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন।

জামিন পাওয়া নেতারা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য কাজী ফিরোজ আলম ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক।

বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন, কোতয়ালি মডেল থানা পুলিশের নাশকতা মামলার আসামি হিসেবে কারান্তরীণ ১৫ জনের জামিন আবেদন করেন আইনজীবীরা। তাদের মধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি ১১ জনের জামিন নামঞ্জুর করা হয়েছে।

জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন— বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শামসুল আলম মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ইকো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক কিরণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাওলাদার, নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আসলাম হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মশিউর রহমান টিটু ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শেখ সাব্বির।

মামলা সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে গত ১ নভেম্বর সিএন্ডবি রোড এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ১৫ নেতাকর্মীকে আটক করে।

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ কোতয়ালি মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বাদী হয়ে মামলা করেন। মামলায় নামধারী ১৫ জনসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।