ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার গোলাম মোস্তফা

ঢাকা: গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার গোলাম মোস্তফা গত ২৮ অক্টোবর পল্টন এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশ কনস্টেবল আমিরুল হত্যাকাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার নামে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।