ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুগদায় শিলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
মুগদায় শিলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় একটি ভবনের ছয়তলার ফ্ল্যাট থেকে পিংকি (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মসলা বাটার পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে স্বামী রিয়াজ তাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

ওসি জানান, সকালে মুগদার দক্ষিণ মাণ্ডা কদম আলী ঝিলপাড় আব্দুল মজিদের বাড়ির ছয়তলা থেকে পিংকির মরদেহ উদ্ধার করা হয়। স্বামী রিয়াজের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।

আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার কারণে কলহ চলছিল। হত্যাকাণ্ডের ঠিক আগে এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রিয়াজ মসলা বাটার পাথরের শিল দিয়ে স্ত্রী পিংকির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রিয়াজকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, পিংকির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন, এমন সন্দেহে রুবেল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকার লোকজন।

সকালে ৯৯৯ নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পিংকি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাইটা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।