ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে আইসিডিডিআরবি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
টেকনাফে আইসিডিডিআরবি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর 

ঢাকা: টেকনাফে আইসিডিডিআরবি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
 
শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার সফরকালে তিনি ভার্চ্যুয়ালি আইসিডিডিআরবি’র টেকনাফ ক্যাম্পাসে ‘মাল্টিপারপাস ডিজাস্টার রেসিলিয়েন্ট শেল্টার, আইসোলেশন সেন্টার কাম হসপিটাল কমপ্লেক্স’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

আইসিডিডিআরবি থেকে জানানো হয়, ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইসিডিডিআরবির জন্য স্থায়ী গবেবষণা ও হাসপাতাল ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের আওতায় আইসিডিডিআরবির জন্য এই স্থায়ী গবেষণা ও হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে সহযোগিতা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

নাফ নদীর তীরে টেকনাফ উপজেলায় এডিবির অর্থায়নে এবং ইউনিসেফের সহযোগিতায় আইসিডিডিআরবি বর্তমানে ৬৫ শয্যার একটি হাসপাতাল পরিচালনা করছে।

বাংলাদেশ সময়:২০০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।