ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সংসদ নির্বাচন: ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
সংসদ নির্বাচন: ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে ‘অনলাইন সাবমিশন সিস্টেম’ (ওএনএসএস) নামের একটি সিস্টেম তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ নভেম্বর) এটি উদ্বোধন হবে।

শনিবার (১১ নভেম্বর) এক লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব.) মো. আহসাহ হাবিব খান এই তথ্য জানিয়েছেন।

কমিশনার আহসান হাবিব বলেন, প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়টি নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায়  ছিল। এ ধারাবাহিকতায় মনোনয়নপত্র অনলাইনে দাখিলে ‘অনলাইন সাবমিশন সিস্টেম’ (ওএনএসএস) এক যুগান্তকারী পদক্ষেপ। নির্বাচন ব্যবস্থাপনাও এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ যুগে যুক্ত হল। রোববার এটি উদ্বোধন হবে। আর সবার জন্য উন্মুক্ত হবে তফসিল ঘোষণার পর।

তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই সঠিক তথ্য উপাত্ত ও প্রয়োজনীয় দলিলাদি দিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শো ডাউন, মিছিল করে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা যেমন রোধ হবে।

এছাড়াও মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়া অথবা প্রত্যাহারের জন্য বল প্রদান করা সম্ভব হবে না। সংসদ নির্বাচন ছাড়াও স্থানীয় সরকারেরর যে কোনো নির্বাচনে মনোনয়ন জমাসহ নির্বাচনী সেবা সহজতর হবে।
 

বাংলাদেশ সময়: ২০২৫ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ