ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১২ মামলায় ৩ হাজার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১২ মামলায় ৩ হাজার আসামি

সাভার (ঢাকা): মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে সাভারের আশুলিয়ায় ১২টি মামলায় প্রায় তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।  

তিনি জানান, শ্রমিকদের করা গত কয়েকদিনের আন্দোলনে আশুলিয়া থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ১৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর বাকি মামলাগুলোয় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ অজ্ঞাতনামা আসামির সংখ্যা বিভিন্ন মামলায় বিভিন্ন রকম করা হয়েছে। সব মিলিয়ে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।  

শাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনগুলো নিয়ে যে নাশকতা হয়, এদের বেশির ভাগই নিরীহ ও শান্তিপ্রিয় শ্রমিক রয়েছে। তাদের ভেতর ও বাইর থেকে কিছু লোক অসৎ উদ্দেশ্য সফল করার চেষ্টায় থাকে, আমরা তা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আমরা তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি।  

এদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলমের তথ্য মতে, আশুলিয়ায় রোববার ৬০টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গত শনিবার (১১ নভেম্বর) শতাধিক কারখানা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধ কারখানাগুলো খুলে দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। পুলিশের পাশাপাশি ডিবি, র‌্যাব ও বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ