ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

৫০ বছর পর বাংলাদেশে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
৫০ বছর পর বাংলাদেশে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ

ঢাকা: ৫০ বছর পর রাশিয়ার নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ পরিদর্শনে এসেছে। রাশিয়ার নৌবাহিনীর জাহাজ প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

রোববার (১২ নভেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে, যা রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিশাল মাইলফলক। ৫০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশের বন্দর পরিদর্শন করেছিল।

উল্লেখ্য,  ১৯৭২ সালের মার্চ মাসে সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্কফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল দেশটির ২৪টি জাহাজ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।