ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সলিমুল্লাহ মেডিকেলে নতুন পরিচালক, উত্তর সিটিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সলিমুল্লাহ মেডিকেলে নতুন পরিচালক, উত্তর সিটিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

ঢাকা: ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করেছে।

একই আদেশের মাধ্যমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে সেনাবাহিনীতে ফেরাতে চার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানকে সেনাবাহিনীতে ফেরাতে চার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।