ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে বেদেনা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৫ নভেস্বর) ভোরে উপজেলার ইচাইল গ্রামে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রহুল আমিনের সঙ্গে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ভোর রাতে রহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন বেদানাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানিয়েছেন।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘাতক রহুল আমিন পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।