ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তার বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তার বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশে সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একই সঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।



বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ডিএমপির মোহা. মেহেদী হাসানকে নড়াইল জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে এবং ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।