ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা বাবুলকে গ্রেপ্তার দেখাল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা বাবুলকে গ্রেপ্তার দেখাল পুলিশ

গাজীপুর: বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাবুল হোসেন মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এক বিবৃতিতে অভিযোগ করেছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাসন থানা এলাকায় গাড়িতে অংগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গতকাল রাতে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরের দিকে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে।

শ্রমিকনেতা বাবুল হোসেনকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এক বিবৃতিতে জানায়, গাজীপুরে সহকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন বাবুল। আশুলিয়ার বাসা থেকে বাবুল সহকর্মী ও মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গাজীপুরে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি বুধবার দুপুরে ঢাকাস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবিলম্বে বাবুলের মুক্তি দাবি করে।

আরও পড়ুন:
গার্মেন্টস শ্রমিক সংহতির সা. সম্পাদক বাবুল ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগ

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।