ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

হারানো সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিল এমআরটি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
হারানো সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিল এমআরটি পুলিশ

ঢাকা: দিপাঞ্জলি রায় (১১) ভিকারুননিসা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। মায়ের সঙ্গে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাবার জন্য মেট্রোরেলে উঠে হঠাৎ হারিয়ে যায়।

হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিলো মেট্রোরেল পুলিশ বা (এমআরটি পুলিশ)।  

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে মেট্রোরেল (এমআরটি) পুলিশ অ্যাডিশনাল এসপি (অপারেশন এন্ড ইন্টিলিজেন্স) মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, সন্তান হারিয়ে সুমি রানী রায় দিগ্বিদিক ছোটাছুটি করে কর্তব্যরত এমআরটি পুলিশের সাহায্য চায়। সময় ক্ষেপণ না করেই সুমি রানী রায়ের কাছ থেকে দিপাঞ্জলির বর্ণনা শুনে পরবর্তী স্টেশনে হারানো সংবাদটি জানালে ফার্মগেট স্টেশনে কর্মরত এমআরটি পুলিশ সদস্যরা ট্রেন থেকে বর্ণনা অনুযায়ী মেয়েটিকে খুঁজে বের করে। আগের স্টেশনে ছবি পাঠালে সুমি রানী তার মেয়েকে শনাক্ত করে। মূলত ফাইনাল পরীক্ষার টেনশনে অনেকটা বেখেয়ালে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দিপাঞ্জলি। পরবর্তীতে ফার্মগেট স্টেশনে সুমি রানীর কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয় এমআরটি পুলিশের সদস্যরা। প্রাণপ্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরে সুমি রানী।

তিনি আরও বলেন, দিপাঞ্জলিকে তার মায়ের বুকে নিরাপদে পৌঁছে দিতে পেরে এবং দিপাঞ্জলির ফাইনাল পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার পাশে থাকতে পেরে এমআরটি পুলিশ আনন্দিত।


বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।