ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙার দাবি

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙ্গার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের নতুন জেলখানার পিছনে শতাধীক পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে ১০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার রয়েছে। তাদের চলাচলের রাস্তার মধ্যে একটি খাল আছে। বর্ষাকালে এমনকি শুকনো মৌসুমেও কাদা ভেঙে পার হতে হয়। এমতঅবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারসহ এখানে বসবাসকারী পরিবারগুলোর কষ্টার্জিত অর্থায়নে খুলনা জেলা প্রশাসককে ২৬ জুন চিঠির মাধ্যমে অবগত করে একটি কালভার্ট নির্মাণ করি। এছাড়া ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারকে ২৫ জুন এবং ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) চিঠির মাধ্যমে অবগত করে খালের উপর দিয়ে একটি কালভার্ট  নির্মাণ করে চলাচল করে আসছি। রাস্তা ও কালভার্টটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত। যার সিরিয়াল নং- ৫১১৭ । কালভার্ট টি ভেঙে ফেলার জন্য স্থানীয় ইউপি সদস্যরা উঠে পরে লেগেছে। কালভার্টটি  যদি ভেঙ্গে ফেলা হয় তাহলে ২০০-২৫০ এর বেশী মানুষ চলাচলের পথ থেকে বঞ্চিত হবে। কোন পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের ডাক্তার বা হাসপাতালে নেয়ার মত কোন যাতায়াত ব্যবস্থা নাই। এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা,নভেম্বর ১৬,২০২৩
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।