ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে সিএনজির ধাক্কায় চালক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
গাছের সঙ্গে সিএনজির ধাক্কায় চালক নিহত, আহত ৪

বরগুনা: জেলার সদর উপজেলায় গাছের সঙ্গে সিএনজির ধাক্কায় প্রাণ গেল চালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; এর মধ্যে বেশিরভাগের অবস্থা গুরুতর।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কে আলোর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জসিম উদ্দিন (৪০) সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের মজিবর রহমানের ছেলে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, চারজন যাত্রী নিয়ে নিশানবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বরগুনা শহরের উদ্দেশ্যে রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে সিএনজি চালক জসিম মারা যান। এ সময় নারী ও শিশুসহ চার যাত্রী আহত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।