ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে জামায়াতে ইসলামীর ২ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বানিয়াচংয়ে জামায়াতে ইসলামীর ২ কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলায় নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন কমলারাণীর দিঘীরপাড়ের বাসিন্দা আনহার নবী ছানা (৩০) ও আব্দুর রাজ্জাক (৫০)।

ওসি দেলোয়ার হোসেন জানান, ওই দুজন জামায়াতে ইসলামের কর্মী। তাদের নামে নাশকতার অভিযোগে বানিয়াচং থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, একদল লোক সোমবার উপজেলার চান্দের মহল্লা এলাকায় বসে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। সেখান থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।