ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ, আলামত পায়নি পুলিশ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
রাজশাহী চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ, আলামত পায়নি পুলিশ!

রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে চেম্বার ভবন মসজিদের জানালার কাচ ভেঙে গেছে।

কিন্তু পুলিশ বলেছে, তারা কোনো আলামত খুঁজে পায়নি।  

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।  

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের জানালার কাচ ভাঙা পেয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত খুঁজে পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫. ২০২৩, আপডেট: ১৯৩৯ ঘণ্টা
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।