ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হৃদয় (২৬) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।  

রোববার (২৫ নভেম্বর) পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার আল কারিমা হাসপাতালের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

হারুন নামে এক ডিম ব্যবসায়ী জানান, তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ডিম ব্যবসা করেন। নিয়মিত তার দোকানের ডিম আনা নেওয়া করেন ভ্যানচালক হৃদয়। শনিবার রাত সাড়ে ৩টার দিকে বিবির বাগিচা থেকে ডিম আনার জন্য তেজগাঁও যাচ্ছিলেন হৃদয়। পথে ধলপুর আল কারিমা হাসপাতালের পাশের একটি গলি দিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার পথ গতিরোধ করেন। তিনজনেরই মুখ ঢাকা ছিল। এ সময় তারা হৃদয়ের কাছ থেকে টাকা ও ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তখন তার চিৎকারে পাশের এক বাড়িওয়ালা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হৃদয়ের বুক, গলাসহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।