চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
৬৬ বছরের জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সবশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। টানা ১৮ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন জেলা কৃষকলীগের।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরএ