ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভাঙ্গায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, জানুয়ারি ১৯, ২০২৪
ভাঙ্গায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর: জেলার ভাঙ্গায় ৫০ বোতল ফেনসিডিলসহ মো. শাহীন চৌধুরী (৫২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ওই মাদক বিক্রেতাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গার পুলিয়া বাজার ফ্লাইওভারের নিচে থেকে ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন চৌধুরী মাদারীপুরের শিবচরের গোয়ালকান্দা এলাকার মৃত সামসুল হক চৌধুরী ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক বিক্রেতাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে একটি মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।