ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে গাঁজাসহ তরুণী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, জানুয়ারি ১৯, ২০২৪
বান্দরবানে গাঁজাসহ তরুণী আটক

বান্দরবান: জেলায় গাঁজাসহ ডলিপ্রু মারমা (২৫) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বান্দরবান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সাইক্লোন সেন্টার এলাকা থেকে আটক করা হয় তাকে।

আটক ডলিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার ২ নম্বর সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত ক্যসা মারমার মেয়ে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার হাফেজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ ডলিপ্রু মারমাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী জানান, মাদকদ্রব্যসহ আটক ডলিপ্রু মারমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।