ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৭ দিন পর মারা গেল কিশোর রাসেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
১৭ দিন পর মারা গেল কিশোর রাসেল

মেহেরপুর: বাঁচল না সড়ক দুর্ঘটনা আহত ডেকোরেশনের কর্মচারী কিশোর রাসেল আহমেদ (১৬)।

সড়ক দুর্ঘটনার ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

রাসেল মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সেন্টু আলীর ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর নাইট ডেকোরেটের কর্মচারী ছিল।

আজ রোববার (২৮ জানুয়ারি) বিকালের দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  

গত ১২ জানুয়ারি ভোরের দিকে চক শ্যামনগর নাইট ডেকোরেটর থেকে স্যালোইঞ্জিনচালিত আলমসাধু চালিয়ে বাড়িবাঁকা যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন রাসেল।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। গত ১৭ দিনি সেখানেই চিকিৎসাধীন ছিল রাসেল আহমেদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।