চুয়াডাঙ্গা: কারাভোগ শেষে অভিষেক কুমার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
অভিষেক কুমার ভারতের ঝাড়খন্ড রাজ্যের বোকারো জেলার জারিদিহ বাজার থানার ঘনশ্যাম প্রসাদের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ২০১৯ সালে রাজশাহী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত অভিষেক কুমারকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাজশাহী জেলা কারাগারে সাজা ভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার এনামুল কবির ও বিএসএফ গেদে কমান্ডার ভিটাসির নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে অভিষেক কুমারের মা পুস্পা দেবি ও পরিবারের লোকজনের কাছে হস্তান্তর শেষে তাকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসআইএস