ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত দুই

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মাটি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন নারীসহ চার যাত্রী।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হচ্ছেন- উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন এবং দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে যাত্রী সুশান্ত বাকালি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, রাতে যাত্রী নিয়ে অটোরিকশাটি দেউহাটার দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত এবং পাঁচজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।