ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: ‘আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার দিবাগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশ নিতে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক ও আখতারুজ্জামান স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপ-সচিব মো. ওয়ারেস হোসেন এবং উপ-সচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধিদলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীদের নিয়ে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।