ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত-২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ভোলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত-২

ভোলা: বোরহানউদ্দিন উপজেলায় বজ্রপাতে মো. বাহাদুর (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।   একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. রবিউল ও মহসিন।

নিহত বাহাদুর সাতক্ষীরার কালিগঞ্জ উপজলোর নিজদেবপুর এলাকার মো. রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে রাকিব ব্রিকসে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে গুরুতর আহত হন ইটভাটার তিন শ্রমিক। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হ‌য়। কর্তব্যরত চিকিৎসক সবাইকে পরীক্ষার পর বাহাদুরকে মৃত ঘোষণা করেন।   বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পঠান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বজ্রপাতে ইটভাটার শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। তারা অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়:  ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।