ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা: ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামীম হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামীম হোসেন (১৭) চুয়াডাঙ্গা সদরের বোয়ালিয়া গ্রামের শাহ জামিলের ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় শামীম। এসময় দর্শনা-হিজলগাড়ী সড়কের ডিহি কেষ্টপুর ফার্মের সামনে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারায় সে। এতে রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায় শামীম।  

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।