ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

তীব্র গরমে পার্কে শহরবাসীর ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
তীব্র গরমে পার্কে শহরবাসীর ভিড়

নারায়ণগঞ্জ: তীব্র গরমে একটু প্রশান্তির খোঁজে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে পরিবার-পরিজন বন্ধু-বান্ধব নিয়ে শহরবাসীকে বসে থাকতে দেখা গেছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলের পর থেকে শহরের এই পার্কটিতে শহরবাসী ভিড় করতে শুরু করেন।

এছাড়া নদী তীরবর্তী ওয়াকওয়েগুলোয় বসে বাতাসে শরীর জুড়াতে দেখা গেছে শহরবাসীকে।

সরেজমিনে দেখা যায়, রাতে শহরের শেখ রাসেল পার্ক, নবীগঞ্জ ঘাট ওয়াকওয়ে, ৫ নম্বর ঘাট ওয়াকওয়েতে শহরবাসী দলবেঁধে হাঁটছেন, বসে আছেন। কেউবা পরিবার ও প্রিয়জন নিয়ে গল্প করছেন।

শহরের শেখ রাসেল পার্কে বন্ধু নিয়ে ঘুরতে যাওয়া শাফিউল জানান, ঘরে গরম অনেক বেশি। এখানে গাছ থাকায় বাতাস আছে। সেই বাতাসে শরীর জুড়িয়ে যায়। তাই এখানে সবাইকে নিয়ে বসে গল্প করছি।

পরিবার নিয়ে আসা রহমত উল্ল্যাহ জানান, শহরে গাছ কেটে আমরা এমন অবস্থা করেছি যে, কোথায় একটু গাছের বাতাসে বসব সেই অবস্থাও নেই। তাই এখন এখানে বসে শরীর জুড়াচ্ছি। এখানে গাছের বাতাস আছে, যদিও ঠান্ডা না, তবুও বাতাসে স্বস্তি পাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।