ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

লঞ্চ থেকে নদীতে পড়ে বৃদ্ধা নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
লঞ্চ থেকে নদীতে পড়ে বৃদ্ধা নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল মরদেহ

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ সালেহা বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) রাতে হিজলা পুরাতন লঞ্চঘাট থেকে ওই বৃদ্ধা নদীতে পড়ে যান।

ঘটনার দুই ঘণ্টা পর পন্টুনের নিচ থেকে সালেহার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম।

সালেহা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী।

হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন বলেন, ওই বৃদ্ধা ঢাকায় বসবাস করা মেয়ের কাছে যাওয়ার জন্য পুরাতন হিজলা লঞ্চঘাটে আসেন। তার সঙ্গে এক ভ্যানচালক ও তার স্বামীও ছিলেন। ওই নারী কিছু মালামাল নিয়ে লঞ্চে উঠতে গেলে তার হাত থেকে ঝাড়ু নিচে পড়ে যায়। এ সময় লঞ্চের ধাক্কায় পন্টুনে কাঁপুনির সৃষ্টি হয়। ওই সময় ঝাড়ু তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। প্রচুর স্রোত থাকায় সঙ্গে সঙ্গে তিনি লঞ্চের নিচে চলে যান। এ সময় তাকে উদ্ধারে একজন নদীতে ঝাঁপ দিলেও রক্ষা করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।