ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মে ৭, ২০২৪
কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা প্রতীকের প্রার্থী আবু আহাদ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ মে) রাত ৮টার দিকে কুষ্টিয়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আবু আহাদ আল মামুনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার সঙ্গে কথা বলে কারা হামলা করেছে তা জানতে পেরেছি। ইতোমধ্যে জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আগামী ৮ মে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও আবু আহাদ আল মামুন চেয়ারম্যান পদে লড়ছেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।