ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
গাজীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়ায় এ ঘটনা ঘটে।

ফাতেমা গলদাপাড়ার মো. নূর হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গলদাপাড়ায় স্বামীর বাড়ির পাশেই বাবার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন ফাতেমা। ঝড়-বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী জানান, বজ্রপাতে ফাতেমার শরীরের বাম পাশ ঝলসে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।