যশোর: যশোরে ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারীদের নামে ‘ঘৃণা চত্বর’ স্থাপনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতারা। ইতিহাস-ঐতিহ্যের ধারক যশোরের শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সব পুরাতন ভবন রক্ষার অবস্থান কর্মসূচিতে নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ মে) বিকেলে কালেক্টরেট ভবন চত্বরে যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটি এ অবস্থান কর্মসূচি পালন করে।
এতে সভাপতিত্ব করেন যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু।
সংহতি জানিয়ে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, জন উদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা আসাদুজ্জামান পিল্টু, মুক্তেশ্বরী নদী আন্দোলনের নেতা শাহাবুদ্দিন বাটুল, পৌর নাগরিক কমিটির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব নাসির আহমেদ শেফার্ড, গ্রাম থিয়েটার আন্দোলনের সমন্বায়ক হাসান হাফিজুর রহমান, বিপ্লবী যুবমৈত্রী কেন্দ্রীয় নেতা আহাদ আলী মুন্না, সাবেক ছাত্র নেতা পলাশ বিশ্বাস, সুজন দত্ত লাল্টু প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা পরিষদসহ সব পুরাতন ভবন রক্ষার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। আগামীতে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের গতিপথ আরও বেগবান করা হবে। আর প্রয়োজনে যারা ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত তাদের জন্য ‘ঘৃণা চত্বর’ স্থাপন করা হবে। যশোরবাসী সেখানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করবে।
অবস্থান কর্মসূচি পালন করায় যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৪
ইউজি/আরবি