ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবি সরকারি কর্মচারীদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মে ২৩, ২০২৪
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবি সরকারি কর্মচারীদের

ঢাকা: নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি।

বুধবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু সায়েম।

সংগঠনের দাবিগুলো হলো- নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, পেনশন বা আনুতোষিক সুবিধা ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ করা, আউট সোর্সিং প্রথা বাতিল করে কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে পদোন্নতির ব্যবস্থাকরণ, কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ভবন নামকরণ করে বহুতল ভবন নির্মাণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম সুজন, মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. সারোয়ার জমাদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ