ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অপরাধ তুলে ধরতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ২৩, ২০২৪
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অপরাধ তুলে ধরতে হবে’ ছবি: ডি এইচ বাদল

ঢাকা: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অপরাধ তুলে ধরতে হবে। পুলিশ, বিচার বিভাগ চাইলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, এমন অনেক অপরাধ অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে আসে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

তিনি আরও বলেন, সাংবাদিকেরা চাইলেই তিলকে তালও করতে পারেন কিন্তু সৎ সাংবাদিকতার যে এথিক্স আছে সেটা মেনে চলতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। অন্য সাংবাদিকদের চেয়ে আপনাদের ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব আরও বেশি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ২৩ মে, ২০২৪
এনবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।