ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৪
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা।

শুক্রবার (২৪ মে) রাত ৮টায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার ১ নম্বর ওয়ার্ডের সীমান্তে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তুমব্রু এলাকার মিয়ানমার সীমান্তবর্তী ছড়াতে মাছ ধরতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান।  

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।