ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২৪
ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো.জাকারিয়াকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ মামলায় গ্রেপ্তারের ভয়ে জাকারিয়া দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলানিউজকে বলেন, আসামি জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিলেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।