ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্রথম প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান।

সোমবার (২৭ মে) সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মখলিছুর রহমান কামরান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে রোববার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

  

সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী গত শনিবার ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন। এর আগে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরানের কাছে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।  

এদিকে গত শনিবার বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল করা ইস্যুতে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত সফরে ওইদিন রাতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করার বিষয়টি নিশ্চিত করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান নগরবাসীর সেবায় নিযুক্ত হবেন বলেও জানান।  

ইতোমধ্যে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মখলিছুর রহমান কামরান দায়িত্ব পালন করছেন। সিসিকের বিভিন্ন সভায় সভাপতিত্ব করেছেন তিনি।  

এছাড়া গত রোববার হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ওরস মোবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনটি গরু হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও তিনি উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় সিসিকের প্রথম সভায় পঞ্চম পরিষদের প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।  

তিনি সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময়ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।