ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
খুলনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন- হাফেজ নুর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)।

তাদের বাড়ি ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামে। গুরুতর আহতরা হলেন- রুদ্র (২১), শরিফুল ইসলাম (২২), মারুফ (১৬) ও কুদ্দুস (২৫)।

সোমবার (১৭ জুন) রাত ৯টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কে চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   আহতদের আহত অবস্থায় প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, চাকুন্দিয়া এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়। তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত দেব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ১৮ জুন, ২০২৪
এমআরএম/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।