ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
কক্সবাজারে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রজ্ঞন সাহা এ তথ্য জানান।

মনির কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সমীর রজ্ঞন সাহা জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন ঘটনাটি স্থানীয় বনবিভাগকে অবহিত করে। বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়।  

তিনি আরও জানান, বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। গত ৩ দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড় ওঠার পর বন্যহাতির আক্রমণে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সমীর রজ্ঞন সাহা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।