ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) দুপুরে দিকে ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ সংলগ্ন অপরাজেয় একাত্তর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে জর্জ কোট চত্বরে দিকে যাওয়ার অভিমুখে পুলিশ বাধা দেয়।

পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে ঠাকুরগাঁও পৌরসভার ও জেলা দায়রা জজ আদালতের গেটের সামনে এলে আবারও পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে কোর্ট চত্বরে দিকে যেতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা আরও জানান, গুম, গ্রেপ্তারকৃত সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, দমন-নিপীড়ন বন্ধ, নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারসহ নয় দফা দাবিতে আমার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি বের করি। কিন্তু পুলিশ আমাদের বার বার বাধা দেয়। তারা আমাদের নিরাপত্তা না দিয়ে তারাই আমাদের ওপর লাঠিচার্জ করে দুজনকে আহত করেছে। আমরাতো কোনো বিশৃঙ্খলা করিনি।  

পরে ঠাকুরগাঁও পৌরসভার ও জেলা দায়রা জজ আদালতের গেটের সামনে সড়কে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান নেন ও যোহরের নামাজ আদায় করেন এবং বিভিন্ন দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।