ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
রাজশাহীতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারি আটক

রাজশাহী: রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গানপাউডারসহ চিহ্নিত অস্ত্র কারবারি সুদেব সরদারকে (২২) আটক করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুদেব সরদার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামের রবি সরদারের ছেলে।

র‌্যাব-৫ সদর দপ্তর থেকে বুধবার (৩১ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ জানানো হয়, মঙ্গলবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টে তার অটোরিকশাটি আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার সিটের নিচ থেকে দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়। এরপর তার শরীরে তল্লাশি করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

র‌্যাব-৫ সদর দপ্তরের অধিনায়ক ফিরোজ কবির জানান, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন চিহ্নিত অস্ত্র কারবারি। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় আটক সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।