ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এক দফা দাবিতে উত্তাল সাতক্ষীরা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এক দফা দাবিতে উত্তাল সাতক্ষীরা

সাতক্ষীরা: বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। শহরের খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে যুবলীগের একটি বিশাল ব্যানারে আগুন ধরিয়ে দেন তারা।
 
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নিউমার্কেট এলাকায় যুবলীগের ব্যানার টেনে ছিড়ে ফেলে তাতে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

পরে খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ ও সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করেন তারা। স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভয়ে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।

অন্যদিকে, এক দফা আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।