ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
রাজশাহীতে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মতবিনিময়

রাজশাহী: চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও অ্যাডভোকেট তারেক হোসেন, রাজশাহী মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান বুলবুল, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ডা. কেরামত আলী, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য আবু তাহের স্বপন।

মতবিনিময় সভায় রাজশাহীতে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় রাজশাহীর উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।