ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ শেষ হয়নি: রাবি সমন্বয়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ শেষ হয়নি: রাবি সমন্বয়ক

রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক ফাহিম রেজা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হতাহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

রাবি সমন্বয়ক ফাহিম রেজা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদদের আত্মত্যাগ রয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের দেখতে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এ সময় তারা রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন।

পরে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে রাজশাহীতে প্রথম নিহত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আনজুমের মরদেহ বুঝে নেন। এ সময় রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিবসহ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জিরো পয়েন্টে তার জানাজা অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এদিকে রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত রামেক হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩০ জন শিক্ষার্থী হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে ভর্তি। তারা সবাই সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।