ঢাকা: দেশের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এ কথা জানান।
তিনি আরও জানান, দেশের মানুষের কল্যাণে যেকোনো মানবিক সহায়তা প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয় সদা অঙ্গীকারবদ্ধ।
সিনিয়র সচিব জনপ্রশাসনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআইএইচ/আরবি