ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনায় ছাত্রদের ওপর গুলি করে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাসিরকে পাবনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
এমএমআই/এমজেএফ