ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দখলের প্রতিবাদে নিকুঞ্জ কনভেনশন হলে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
দখলের প্রতিবাদে নিকুঞ্জ কনভেনশন হলে অবস্থান কর্মসূচি

ঢাকা: উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে নিকুঞ্জ কনভেনশন হল দখলের প্রতিবাদে সপ্তাহব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে নিকুঞ্জ কনভেনশন হলের মালিক, শ্রমিক ও খিলক্ষেত ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে নিকুঞ্জ কনভেনশন হলের মালিক হারিজ মাহমুদ বলেন, আমি নিকুঞ্জ কনভেনশন হলের মালিক আর আমার পার্টনার মনির হোসেন। আমরা সিটি ডেন্টাল কলেজের মালিক ডা. এ এস এম বদরুদ্দোজার কাছ থেকে (ঠিকানা-৭৩/এ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা) ২০২১ সালের ২৭ জুন কনভেনশন হল করার জন্য বিল্ডিংয়ের উপর দিক থেকে সাড়ে তিনটি ফ্লোর ক্রয় করার শর্তে রেজিস্ট্রি বায়না করি। বায়নায় উল্লেখিত শর্ত মোতাবেক কনভেনশন হলে ব্যবসা পরিচালনা করে আসছি। পরবর্তীতে রেজিস্ট্রির সময় হলে ডা. বদরুদ্দোজা আওয়ামী লীগের দাপট দেখিয়ে রেজিস্ট্রি করে না দিয়ে আমাদের চলমান ব্যবসা (নিকুঞ্জ কনভেনশন হল) বন্ধ করে দিয়ে অন্যায়ভাবে বের করে দিতে চান।

উপায় না দেখে আমরা আদালতের শরণাপন্ন হই এবং উচ্চ আদালত দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ২০ নভেম্বর নিকুঞ্জ কনভেনশন হলের পক্ষে রায় দেন এবং ইংজাংশন জারি করেন এই মর্মে যে, নিকুঞ্জ কনভেনশন হলের চলমান ব্যবসায় কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না।

হারিজ মাহমুদ আরও বলেন, গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ডা. বদরোদ্দোজা নিজে ও তার অফিস স্টাফসহ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে নিকুঞ্জ কনভেনশন হলে ঢুকে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালান। সঙ্গে সঙ্গে আমি খিলক্ষেত থানা, র‍্যাব ও আর্মি ক্যাম্পকে জানাই। ২৫ থেকে ৩০ মিনিট পর খিলক্ষেত থানার ওসি তার ফোর্সসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি আমাকে ও ডা. বদরোদ্দোজাকে বলেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করার জন্য। কিন্তু এর পরদিনই ডা. বদরোদ্দোজার লোকজন এসে আমাকে সাত দিনের মধ্যে কনভেনশন হল বন্ধ করে চলে যেতে বলেন। অন্যথায় তারা নিকুঞ্জ কনভেনশন হল উচ্ছেদ করবেন। অথচ কলেজের মালিক নিজেই আমাদের ডেকে এনে সাড়ে তিনটা ফ্লোর আমাদের কাছে বিক্রি করেছেন আর এখন অন্যায়ভাবে আমাদের উচ্ছেদ করতে চাচ্ছেন। এই অবৈধ উচ্ছেদ ও জুলুম নির্যাতনের প্রতিবাদে আমরা সপ্তাহব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছি।

হারিজ মাহমুদ বলেন, নিকুঞ্জ কনভেনশন হলের সঙ্গে আমার ও স্টাফসহ শতাধিক পরিবারের রুটি-রুজি জড়িত। আমরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দিচ্ছি। বর্তমান সরকারের প্রধান এজেন্ডাই হচ্ছে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যার জন্য সরকার ব্যবসা-বাণিজ্যে নানা রকম সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাই আশা করি সরকার আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।