ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনের ধাক্কায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
ভৈরবে ট্রেনের ধাক্কায় নারীসহ নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে ভৈরব রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভৈরব রেলওয়ে সেতুর নিচে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের রক্তাক্ত দেহ পড়ে ছিল। এ ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা এক নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু দুপুর ১২টার দিকে পুরুষটিও মারা যান।

এ প্রসঙ্গে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়:১৮০২ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।