ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

ঢাকা পাভেল রহমান (৫৪) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১১সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কারাগার থেকে ওই বন্দিকে (হাজতি)  ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.  ফারুক জানান, সকালে ওই বন্দিকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, পাভেল সূত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলার আসামি ছিলেন। তার বাসা ওয়ারী নারিন্দা রোড এলকায়। বাবার নাম গোলাপ রহমান। তার হাজতি নম্বর ৭০৬৪/২৪।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।